· জেলা তথ্য অফিস সরকারের তথ্য মন্ত্রণালয়ধীন গণযোগাযোগ অধিদপ্তরের একটি প্রচারধর্মী সেবামূলক প্রতিষ্ঠান।
· জেলার প্রতিটি উপজেলায় এ অফিস সরকারের কর্মসূচি ও নীতি সম্পর্কে জেলার জনসাধারণকে অবহিত, শিক্ষিত ও উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করে।
· বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুতে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও সুনির্দিষ্ট প্রচার কৌশল অবলম্বন করে এডভোকেসি প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে জেলা তথ্য অফিস জনসাধারণকে সেবা প্রদান করে থাকে
· জেলা তথ্য অফিসের গ্রাহকঃ
· গ্রামীণ কৃষক, শ্রমিক, মহিলা এবং শিশুসহ জেলাব্যাপী তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর বিশাল জনগোষ্ঠী জেলা তথ্য অফিসের গ্রাহক।
· জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রসমূহঃ
· শিশু ও নারী শিক্ষা * নারী-পুরুষের বৈষম্যরোধ
· শিশু ও নারী অধিকার * বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ
· জন্ম নিয়ন্ত্রন ও জন্ম নিবন্ধন * এইচআইভি/এইডস প্রতিরোধ
· নিরাপদ মাতৃত্ব * মাদকের অপব্যবহার রোধ
· টীকাদান কর্মসূচি * বৃক্ষরোপন
· স্যানিটেশন * আত্ম ও নতুন কর্মসংস্থান সৃষ্টি
· বার্ড ফ্লু প্রতিরোধ * সরকারের নানামূখী উন্নয়ন কর্মকান্ডের প্রচার
· নির্বাচনী প্রচার * পরিবার পরিকল্পনা, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুল
· জেলা তথ্য অফিসের সেবা প্রদানের পদ্ধতি বা কৌশলঃ
· ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী * উদ্বুদ্ধকরণ লোকসংগীতানুষ্ঠান
· সেমিনার/মহিলা সমাবেশ/কমিউনিটি সভা * আলোচনা সভা ও উঠান বৈঠক
· শিশু, কিশোর ও নারীমেলা * কথামালা প্রচার (মাইকিং)
· খন্ড সমাবেশ * শব্দযন্ত্র স্থাপন
· অশীলতা বন্ধে সিনেমা হল পরিদর্শন * জনমত প্রতিবেদন
· জনগণ কিভাবে উপকৃত হয়ঃ
- জনগণের জীবনমান উন্নয়নের সাথে সংশিষ্ট বিষয়-শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন সম্পর্কে দপ্তরের প্রচার কৌশল
প্রদর্শনের মাধ্যমে জেলা তথ্য অফিসের দক্ষ কর্মচারীবৃন্দ তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করেন। এর
মাধ্যমে সাধারণ মানুষ জীবনমান উন্নয়নে শিক্ষা লাভ করে থাকেন।
কিভাবে সেবা পাওয়া যায়ঃ
- জেলা তথ্য অফিসের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি,
শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি লিডারদের অর্ন্তভূক্ত করা হয়। তাদের মাধ্যমে অথবা সরাসরি জেলা
তথ্য অফিসে যোগাযোগ করে সাধারণ মানুষ এ অফিসের সেবা গ্রহণ করতে পারেন।
কার্যক্রমের ভিশন বা লক্ষ্য :
· গণযোগাযোগ অধিদপ্তর ও জেরা তথ্য অফিস সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রচার ও সেবাধর্মী প্রতিষ্ঠান। এ অফিসের কার্যক্রম জেলার তৃনমূল পযন্ত বিস্তৃত।
· জেলার প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে সংবাদপত্রের আওতাবহির্ভূত এবং বেতার ও টেলিভিশন নেটওয়ার্কের বাইরে যে বিশাল পশ্চাদপদ জনগোষ্টী রয়েছে তাদেরকে সরকারের নীতিমালা, কমসূচি, বিভিন্ন উন্নয়নমূলক কমকান্ড এবং স্বাস্থ্য ও সামাজিক বিষয় সম্পর্কে অবহিতকরণ শিক্ষিতকরণ ও উদ্বুদ্ধকরণই গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য অফিসের মূল উদ্দেশ্য।
· জনগনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ প্রণীত মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস্ (এমডিজি) এবং সরকারের দারিদ্র বিমোচন কৌশল (পিআরএস) এ লক্ষ্যমাত্রা অজনের জন্য জনগণকে সস্পৃক্ত করতে এ অধিদপ্তর ও তথ্য অফিস অব্যাহত কাজ করে যাচ্ছে।
· জনসাধারনের সমস্যা ও প্রতিক্রিয়াকে ফিডবেক আকারে সরকারের কাছে পৌঁছে দেয়ার দায়িত্বও গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের।
· আন্তঃব্যক্তিক বা সরাসরি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারের সাথে জনগণের যোগসূত্র গড়ে তুলতে কাজ করে এই অধিদপ্তর ও জেলা তথ্য অফিস।
· স্বাস্থ্য, স্যানিটেশন এবং জন্মনিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনে ষাটের শতকে এই অধিদপ্তর ও জেলা তথ্য অফিস পথিকৃতের ভূমিকা পালন করে।
· ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন ও তত্ত্বাবধান করে ডিজিটাল বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখা।
· বতমানে জনগণকে বিভিন্ন সামাজিক ও অথনৈতিক ইস্যুতে উদ্বুদ্ধ ও সচেতন করার জন্য তৃণমূল পর্যায়ে নেটওয়ার্ক সম্পন্ন গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস- এখনো আন্ত:ব্যাক্তিক যোগাযোগের ক্ষেত্রে অনন্য ও বৃহত্তম প্রতিষ্ঠান।
· এ্যাডভোকেসি প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে বতমানে এ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস জনগণের একটি অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে।
প্রদর্শীত সিডি/ডিভিডির তালিকা :
নং | ছবির নাম | বিষয় |
০১ | হাঙ্গর নদী গ্রেনেড | মুক্তিযুদ্ধ |
০২ | ওরা ১১ জন | মুক্তিযুদ্ধ |
০৩ | আগুনের পরশমনি | মুক্তিযুদ্ধ |
০৪ | আলোর মিছিল | মুক্তিযুদ্ধ |
০৫ | মেঘের অনেক রং | মুক্তিযুদ্ধ |
০৬ | একাত্তরের যীশু | মুক্তিযুদ্ধ |
০৭ | জয়যাত্রা | মুক্তিযুদ্ধ |
০৮ | আমার নাম রাশেদ | মুক্তিযুদ্ধ |
১০ | চিরঞ্জীব বঙ্গবন্ধু |
|
১১ | রক্ষা করলো দেশী মাছ | দেশীয় প্রজাতি মাছ |
১২ | দিনবদলের গাণ ভিশন-২০২১ |
|
১৩ | হৃদয়ে একুশ | অমর একুশে |
১৪ | বাচাও সুন্দরবন |
|
১৫ | জীবন জয়ের গান |
|
১৬ | গ্রামের নাম বকুলপুর | নিরাপদ মাতৃত্ব |
১৭ | জনগণের কথা | উদ্বুদ্ধকরণ |
১৮ | সুশাসন প্রতিষ্ঠা |
|
১৯ | এই মুহুর্তে প্রয়োজন | স্যানিটেশন |
২০ | অজানা ঘাতক | এইডস |
২১ | বালিকা বধু | বাল্য বিবাহ |
২২ | লাইলীর যত কথা | নিরাপদ মাতৃত্ব |
২৩ | কোমল হাতে কঠিন বোঝা/বেচাকেনা | শিশু ও মহিলা শ্রম ও পাচার |
২৪ | শোন দিয়া মন | প্রজনন স্বাস্থ্য |
২৫ | জীবনের গান | বাল্য বিবাহ |
২৬ | চেনা মানুষ অচেনা | নিরাপদ মাতৃত্ব |
২৭ | ভুলি নাই তোমাদের | বীরশ্রেষ্ঠ |
২৮ | দুইবোন | এইডস ও নারীর প্রতি সহিংসতা |
২৯ | বাঁধন | আর্সেনিক |
৩০ | ঘুন | মাদক |
৩১ | তীর বেদা পাখি | এইডস |
৩২ | ফেরা | শিশু ও নারী পাচার |
৩৩ | লাল সুতায় বিয়ে | যৌতুক |
৩৪ | মিষ্টি কথা | নিরাপদ মাতৃত্ব |
৩৫ | অমূল্য রতন | শিশু শ্রম ও নারী পাচার |
৩৬ | বিষ কাঁটা | এইডস |
৩৭ | নায়িকা | এইডস |
৩৮ | তথ্য অধিকার আইন |
|
৩৯ | সামনে নতুন দিন |
|
৪০ | যখন পুতুল খেরার বয়স |
|
৪১ | ভালবেসে সন্তানকে এগিয়েনিন সঠিক পথে | জঙ্গীবাদ |
৪২ | মীনা |
|
৪৩ | ভালবাসার ঘর সংসার |
|
৪৪ | আপদ বিদায় | দূর্নীতি বিরোধী |
৪৫ | লজ্জা | দূর্নীতি বিরোধী |
৪৬ | এসো শান্তির পথে | জঙ্গীবাদ বিরোধী |
৪৭ | কাঙাল হরিনাথ |
|
৪৮ | সাবধান | আগুন নির্বাপন |
৪৯ | জানতে হলে পড়তে হবে |
|
৫০ | চেতনায় নজরুল |
|
৫১ | নদী বাচলে দেশ বাচবে |
|
৫২ | মানবতার করুন আর্তনাথ | মুক্তিযুদ্ধ |
৫৩ | আল বদর | মুক্তিযুদ্ধ |
৫৪ | সেই রাতের কথা বলতে এসেছি |
|
৫৫ | ঘরে বাইরে বিজ্ঞান |
|
৫৬ | সম্ভাবনার নয়া দিগন্ত |
|
৫৭ | অতিদ্ররিদ্রদের জন্য কর্মসংস্থান |
|
৫৮ | ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র |
|
৫৯ | পরিনতি | ইভটিজিং |
৬০ | বাড ফ্লু থেকে বাচতে হবে | বাড ফ্লু |
৬১ | সোনালী দিনগুলি | বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছর |
৬২ | বাবা আমি বউ হবো না | নারী নির্যাতন |
৬৩ | নায়ক রাজ রাজ্জাক |
|
৬৬ | একটি বাড়ী একটি খামার |
|
১৬ মিঃ মিঃ ফিল্মের নাম :
নং | ছবির নাম | বিষয় |
০১ | স্বপ্নের শুরু | স্বাস্থ্য |
০২ | আশার আলো | নিরাপদ মাতৃত্ব |
০৩ | মৎস্য চাষ | মৎস |
০৪ | মানিকের পৃথিবী | নিরাপদ মাতৃত্ব |
০৫ | শিশু খাদ্য | পুষ্টি |
০৬ | একটি কুড়ি একটি কুসুম | নিরাপদ মাতৃত্ব |
০৭ | মীনার তিনটি ইচ্ছা | শিক্ষা, স্যানিটেশন ও ডাইরিয়া |
০৮ | ইচ্চা থাকলে উপায় হয় | আর্সেনিক |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS